![]() |
কে.জি.এফ চ্যাপ্টার ২ |
কে.জি.এফ চ্যাপ্টার ২
হম্বালেস ফিল্মস বেনারের আওতাধীন প্রশান্তনীল দ্বারা পরিচালিত ও লিখিত ভারতীয় কন্নড় ভাষার পর্যকালীন এ্যাকশন ধর্মী ছবি কে.জি.এফ চ্যাপ্টার ২ ছবি । এই ছবিটি কে.জি.এফ এর চ্যাপ্টার ২ । এই ছবিটি কে.জি.এফ ওয়ান ছবি এর অনুসারে নির্মিত হয়েছে । কে.জি.এফ ছবিটি নির্মাণ করা হয় ২০১৮ সালে । যাতে প্রধান চরিত্রে অংশনিয়েছিলেন যশ । কে.জি.এফ ওয়ান এর মতো কে.জি.এফ চ্যাপ্টার ২ তে প্রধান চরিত্র হিসাবে দেখা যাবে যশ কে । তাছাড়া এই ছবির মূল্য আকর্ষন হিসাবে অভিনয়ে থাকছেন ভারতীয় অভিনেতা সঞ্জয় দত্ত । এই প্রথম থাকে দেখা যাবে কান্নাডে ভাষায় রচিত ছবিতে । ২০১৯ এর মার্চ মাসে এই ছবির প্রথম ফটোগ্রাফি প্রকাশিত হয় । তখন থেকে এই ছবি নির্মাণের কার্যক্রম শুরু হয় । জানাগেছে ২০২১ সালের ১৬ ই জুলাই এই ছবিটির মুক্তি পাবে । এই ছবিটি হিন্দি ,মালায়ালামা,তামিল,এবং তেলেগু ভাষায় ডাবিং করা হবে । ইতি মধ্যে কে.জি.এফ চ্যাপ্টার ২ ছবিটির টেজার বাহির হয়েছে । এই ছবিটির টিজার সর্বস্তরে বাজিমাত করেছে । এ ছবিটিতে সঞ্জয় দত্তকে দেখা যাবে অধীরা চরিত্রে । যশ কে দেখা যাবে রকি ভাই এর চরিত্রে এবং শ্রীনিধি শেঠিকে দেখা যাবে রীনা দেশাই চরিত্রে ।
কে.জি.এফ চ্যাপ্টার ২ ছবির পারিশ্রমিক
কে.জি.এফ ওয়ান ছবিতে সঞ্জয় দত্ত ছিল না । কিন্তু কে.জি.এফ চ্যাপ্টার ২ ছবিতে দেখা যাবে অধীরা চরিত্রে । এই চরিত্রটিতে অভিনয় করার জন্য তিনি ৬ কোটি রুপি দাবি করেছেন ।
শ্রীনিধী শেট্ঠি তিনি কে.জি.এফ ওয়ান ছবিতে অংশগ্রহন করে ছিলেন রকিং স্টার ইয়াস এর নায়িকা হিসাবে । কে.জি.এফ চ্যাপ্টার ২ তে ও দেখা যাবে তাকে নায়িকা হিসাবে । এই চরিত্রের জন্য তিনি পরিশ্রমিক দাবি কেরছেন ৮০ লক্ষ রুপি ।
এই ছবিতে মিউজিকের জন্য রাভি বাসুর দাবি করেছেন ৪০ লাক্ষ রুপি ।কেননা তার কে.জি.এফ ছবিতে তার তৈরি মিউজিক টা সবাই পছন্দ করেছিল ।
ছবি----------------কে.জি.এফ চ্যাপ্টার ২
পরিচালক ------ প্রশান্ত নীল
চিত্রনাট্যকার -----প্রশান্ত নীল
কাহিনিকার --------প্রশান্ত নীল
রচিয়তা----------------প্রশান্ত নীল
চন্দ্রমৌলি এম
বিনয় শিবাঙ্গী
শ্রেষ্ঠাংশে --------------সঞ্জয় দত্ত
যশ
শ্রীনিধি শেঠি
বর্ণনা কারী ------------আনন্ত নাগ
চিত্রগ্রাহক--------------ভূবন গৌড়
মুক্তি--------------------১৬ জুলাই ২০২১
দেশ------------------------ভারত
ভাষা-----------------------কন্নড়
1 মন্তব্যসমূহ
Menu Bar এ সাউথ ইন্ডিয়ান বিনোদন Add না করায় তীব্র নিন্দা যানাচ্ছি😁
উত্তরমুছুনসাউথ ইন্ডিয়ান বিনোদন Add করে নিয়েন প্লিজ🥰
please do not enter any spam link in the comment box .
Emoji