![]() |
ময়না দ্বীপ |
ব্রহ্মপুত্র নদীর বুকে ভেসে উঠা সবুজের টুকরা ময়না দ্বীপ
ব্রহ্মপুত্র নদীর বুকে ভেসে উঠা সবুজের এক টুকরা নাম হলো ময়না দ্বীপ । এটি সর্বজনীন পরিচিত ময়নার চর বা ময়নার দ্বীপ হিসাবে । এটি ময়মনসিংহ বিভাগে অবস্থিত । মায়নার দ্বীপ ময়মনসিংহ শহর থেকে ৬ কিলিমিটার দূরে অবস্থিত । এখানে চাষকৃত বিশাল লেবু বাগানের ছায়ানিগর সবুজ প্রকৃতি, সাথে লেবু লেবু গন্ধে মুখরিত পরিবেশ এবং চারদিকের স্বচ্ছ জলের ঘরাঘরি দেখে মনে হয় যেন ময়না দ্বীপ কোন শিল্পির হাতে আঁকা প্রকৃতির একটি দৃশ্য । প্রকৃতি যেন এখান থেকে প্রাণ পেয়েছে । এককথায় বলা চলে ময়না দ্বীপ যেন সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে আছে । কথিত আছে , ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ময়না মিয়া বসবাস করতেন এখানে । সে এখানে বসবাস করতো আর সময় পেলেই হাতে বাঁশি নিয়ে গাছের ছায়াতল পরিবেশে বসে বাঁশি বাজিয়ে তার সময় অতিবাহিত করতেন । তার বাঁশির সুরে মত্ত হয়ে অনেকেই তার সাথে দেখা করতে এই ময়না দ্বীপে আসতেন । তাদেরকে বাঁশি বাদক ময়না মিয়া ব্রিটিশদের বিতারিত করার নানা বুদ্ধি শিখিয়ে দিতেন । এই ভাবে আস্তে আস্তে এই দ্বীপ এর নাম হয়ে উঠে ময়না দ্বীপ বা ময়না চর । তাছাড়াও একসময় এখানে অনেক ময়না পাখি বসবাস করতো । তাই অনেক মনে করেন ময়না পাখির বসবাসের জন্য এর নাম হয়েছে ময়না দ্বীপ বা ময়নার চর । এখানে চোখে পড়ে কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশ ,আছে নদী-কেন্দ্রিক মানুষের জীবন যাপন ,সারিবদ্ধ নৌকা , পানকৌড়ি ও হাজার হাজার বুনো হাঁসের পাল । সন্ধ্যা ঘনিয়ে আসলে ময়না দ্বীপ এর আরেকটি সৌন্দর্য্য ফুটে উঠে । যা দেখে বিমোহিত হন দর্শনার্থীরা । তাই তো কোলাহল যুক্ত পরিবেশ থেকে একটি স্বস্তির নিশ্বাস নিতে এখানে ছুটে আসেন দর্শনার্থীরা । বর্তমানে এই স্থানটি পিকনিক স্পট হিসাবেও অনেক জনপ্রিয়তা লাভ করেছে ।
ময়মন সিংহ থেকে যাওয়ার উপায়
ময়মনসিংহ পৌছানোর রিকশা ,অটোরিকশা বা সি এন জি করে আপনাকে পৌছাতে হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড়ে । এখানে আসার পর যেকোন লোককে বললেই আপনাকে ময়না দ্বীপ এর সন্ধান দেখিয়ে দিবে । তাছাড়াও ময়মনসিংহ কাচারি ঘাট বা থানা ঘাটের সামনে থেকে ইঞ্জিন চালিত নৌকা করে ময়না দ্বীপে পৌছাতে পারবেন । ময়না দ্বীপ যেহেতু নির্জন জায়গা তাই একা না গিয়ে গ্ররুপ আকারে যান । এতে করে আপনাদের নৌকা ভাড়াও জনপ্রতি অনেক কম পড়বে ।
1 মন্তব্যসমূহ
চমৎকার
উত্তরমুছুনplease do not enter any spam link in the comment box .
Emoji