ওয়েব সিরিজ কন্ট্রাক্ট

ওয়েব সিরিজ কন্ট্রাক্ট


ওয়েব সিরিজ কন্ট্রাক্ট

অভিনয়ে: চঞ্চল চৌধুরী, আরেফিন শুভ, জাকারিয়া বারী মম, রাফিয়াথ রশিদ মিথিলা, শ্যামল মাওলা, তারিক আনাম খান, আইশা খান প্রমুখ।

পরিচালক: তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্রোপাধ্যায়

মুক্তি: ১৮ মার্চ, ২০২১


কন্ট্রাক্ট ওয়েব সিরিজ টি নির্মাণ করা হয়েছে মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা বই 'কন্ট্রাক্ট' এর উপর ভিত্তি করে। এই গল্পে দেখানো হবে রাজনীতির অন্ধকার জগৎ সম্পর্কে, কিভাবে স্বার্থ উদ্ধারের জন্য খুনিদের গড়ে তুলা হয়। চঞ্চল চৌধুরী দুর্ধর্ষ কন্ট্রাক্ট কিলার চরিত্রে তারকা বহুল এই ওয়েব সিরিজে অভিনয় করবেন। আরেফিন শুভ লড়বে চঞ্চল চৌধুরীর বিরুদ্ধে তাকে দমন করতে। চঞ্চল চৌধুরী ও আরেফিন শুভ কোন ওয়েব সিরিজে এই প্রথম একসঙ্গে কাজ করছেন। সাথে বিভিন্ন চরিত্রে কন্ট্রাক্ট ওয়েব সিরিজে থাকছেন মিথিলা, মম, আইশা খান, তারিক আনাম খান, শ্যামল মাওলা প্রমুখ তারকাবৃন্দ। চঞ্চল চৌধুরী তার বৈচিত্র ময় অভিনয়ে মুগ্ধ করবেন দর্শকদের ওয়েব সিরিজের টিজারে তার প্রমাণ মিলেছে। ইতি মধ্যে কন্ট্রাক্ট এর টিজারে চঞ্চলের ভয়ংকর হাসি দাগ কেটেছে দর্শক মনে। চঞ্চল চৌধুরী যে একজন জাত অভিনেতা তিনি আবারো প্রমাণ করলেন। তিনি সব ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে পারেন অভিনয় দক্ষতা দিয়ে।


তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্রোপাধ্যায় কন্ট্রাক্ট ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন এবং পার্থ সরকার সহকারী পরিচালক হিসেবে আছেন। সবকিছু ঠিক থাকলে তারকা বহুল মনোমুগ্ধকর ওয়েব সিরিজ কন্ট্রাক্ট মুক্তি পাবে আগামী ১৮ মার্চে। মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কমতি নেই মন ছুঁয়ে যাওয়া টিজার দেখে।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ