মিশন এক্সট্রিম

মিশন এক্সট্রিম

 

মিশন এক্সট্রিম

মিশন এক্সট্রিম সিনেমাটি বড় বাজেটের বাংলাদেশী সিনেমা । ২৮ লক্ষ টাকা ব্যয় করা হয় মিশন এক্সট্রিম সিনেমার একটি গানে। ২০১৯ সালের মার্চে সানী সানোয়ারের চিত্রনাট্য, কাহিনি ও সংলাপে নির্মিত সিনেমাটির শুটিং শুরু হয়। তিন ধাপে সিনেমাটির দুই পর্বের শুটিং সম্পন্ন হয় গাজীপুর, ঢাকা ও দুবাই শহরের নানা লোকেশনে । সিনেমাটির দুই পর্ব নির্মাণ করেছে ঢাকা ডিটেকটিভ ক্লাব ও মাইম মাল্টিমিডিয়া সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত থেকে। মিশন এক্সটিম সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সুদীপ বিশ্বাস, ইরেশ জাকের, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, দীপু ইমাম, সুষমা সরকার, লায়লা ইমাম, এহসানুর রহমান, শামস সুমন, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, ইমরান সওদাগর, রাশেদ মামুন অপু, খালেদুর রহমান রুমী, মোহাম্মাদ হায়দার আলী, ইকরাম, নাজমুস সাকিব প্রমুখ। সিনেমাটির প্রধান চরিত্রে আছেন আরেফিন শুভ।


"মিশন এক্সট্রিম" দুটি খন্ডের বৃহৎ পটভূমির ওপর নির্মিত বড় বাজেটের চলচ্চিত্র। প্রতি পর্বে একটি পূর্ণাঙ্গ বিনোদনের স্বাদ পাবে দর্শক কেননা যথাযথ নির্মাণ কৌশল অবলম্বন করা হয়েছে সিনেমাটিতে। এছাড়াও সিনেমার উভয় পর্বে থাকছে মনোমুগ্ধকর সূচনা ও তৃপ্তিময় পরিসমাপ্তি। মিশন এক্সট্রিমে রয়েছে দেশপ্রেমের গল্প, সাসপেন্স, অ্যাকশন, থ্রিল। প্রথম খন্ডের মিশন যেখানে শেষ হবে দ্বিতীয় খন্ড সেখান থেকে শুরু। বহু দিন ধরে বড় বাজেটের সিনেমা পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায়। এ প্রসঙ্গে পরিচালক বলেন, বড় বড় উৎসবে বড় বাজেটের সিনেমা মুক্তি পায় প্রতিবেশী দেশেও। সে ক্ষেত্রে মিশন এক্সট্রিম ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার মত সিনেমা। জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিনেমাটির। তিনি বলেন, আমরা আবার হল মুখী হচ্ছি অনেকটা সময় পাড়ি দিয়ে। আমার ধারনা এই সিনেমাটি ঈদে মুক্তির মধ্য দিয়ে হলমুখী স্রোত বৃদ্ধি পাবে, যা আর্শীবাদ হবে পুরো চলচ্চিত্র শিল্পের জন্য। ২০১৮ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী সিনেমাটির অন্যতম চরিত্র অভিনয় করছেন। ঐশী জানান, এত বড় প্রজেক্টে কাজ করতে পেরে ক্যারিয়ারের শুরুতে তিনি আনন্দিত। তিনি বিশ্বাস করেন এ সিনেমার নির্মাণের আধুনিক মান ও গল্প নতুন মাত্রা যোগ করবে দর্শক মনে। এবং দর্শক তাসকিন রহমানকে যে রুপে দেখতে চাই ঠিক সেই রুপে হাজির হবেন পর্দায় মিশন এক্সট্রিম সিনেমায়। সব সঠিক থাকলে এবারের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি এবং এর কয়েক দিন পর মুক্তি দেয়া হবে ২য় খন্ড মিশন এক্সট্রিম-২।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ