![]() |
দুর্গাসাগর দীঘি- বাবুগঞ্জ, বরিশাল |
দুর্গাসাগর দীঘি
দুর্গাসাগর দীঘিটির অবস্থান বরিশালের বাবুগঞ্জ ভায়া বানারীপাড়া নেছারাবাদ সড়কের পাশে। এলাকাবাসীর পানির সংকট নিরসনে খনন করেন এক বিশাল দীঘি মাধবপাশায় ১৭৮০ খৃষ্টাব্দে চন্দ্রদ্বীপ পরগনার তৎকালীন রাজা শিবনারায়ণ। দুর্গাসাগর দীঘিটির নামকরণ করা হয় রাজা শিবনারায়ণের মা দুর্গাদেবীর নাম অনুসারে। জেলা প্রশাসন দীঘিটি রক্ষণের দায়িত্ব পালন করছেন। দীঘিটির মাঝখানে ভূমির উপর ৬০ শতাংশ টিলা এবং তিন দিক দিয়ে ঘাটলা। মাঝখানের এই টিলা বা দ্বীপটির সৌন্দর্য অন্যতম আকর্ষণ দর্শনার্থীদের কাছে। এর সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। আয়তনে দুর্গাসাগর দীঘিটি ২৫০০ হেক্টর। দীঘিতে ঢেউ তুলে বাতাসের বেগ বেশি হলে যা পর্যটকদের আকৃষ্ট করে। আর দীঘির গাছগাছালির ছায়া প্রকৃতি প্রেমীদের মনে প্রশান্তি এনে দেয়। মাধবপাশা দীঘি নামে বেশি পরিচিত স্থানীয় লোকদের কাছে এই দূর্গাসাগর দীঘিটি।
দুর্গাসাগর দীঘিতে অধিক লোকের সমাগম ঘটে শীত ও বসন্ত ঋতুর শুকনো মৌসমে। আর সে সময় পর্যটকরা দীঘিটিকে মুখোরিত করে রাখে। এলাকাবাসীর নিকট দীঘিটি বিনোদনের অন্যতম মাধ্যম। তারা অবকাশ যাপন করতে আসে অবসর সময়ে। প্রকৃতি প্রেমী মানুষ জন এখানে দীঘির পাড়ে হাঁটতে অন্য রকম সুখ খুঁজে পায়। দুর্গাসাগরে স্বচ্ছ জল আর বাতাস আসলে ঢেউ উঠে স্বচ্ছ জলে যা খুবই মনোরম এবং বৃক্ষ ঘেরা চার দিকে সবাইকে বিমুহিত করে। যে সব গাছ দীঘির সৌন্দর্য বৃ্দ্ধি করেছে মেহগনি, শিশু, নারিকেল, সুপারি প্রভৃতি বৃক্ষ বরিশালের দুর্গাসাগর দীঘির পরিবেশ শীতল ও ছায়াময় করেছে। যান্ত্রিক জীবনের কোলাহল কাটিয়ে একটু স্বস্থির জন্য বহু পর্যটক এখানে অবসর সময় উপভোগ করতে আসে। ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসে দুর্গাসাগর দীঘিতে। দুর্গাসাগরে শীত মৌসমে হাজার হাজার পাখি কিচিরমিচিরে মুখরিত করে তুলে। বালিহাঁস ও সরাইল সহ প্রায় পাঁচ প্রজাতির পাখি এই দীঘিতে আসে। মাঝে মাঝে দীঘির স্বচ্ছ পানিতে পাখিদের সাঁতার কাটতে দেখা যায়।
ঐতিহ্যবাহী দুর্গাসাগর দীঘিটি আড়াই শত বছর পূর্বে খনন করা হয়। দেশ ও বিদেশের হাজার হাজার দর্শনার্থী আগমন ঘটবে যদি দীঘিটি সংস্কার করা, দীঘিতে যাতায়তের জন্য রোড, পর্যটকদের পর্যাপ্ত রেস্ট হাউস বিশ্রামের জন্য এবং পাখিদের অভয়ারন্য নির্মাণ করা হয়। যার ফলে প্রাচীণ কীর্তি রক্ষা সহজত হবে ও বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব আয়।
0 মন্তব্যসমূহ
please do not enter any spam link in the comment box .
Emoji